ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে জাবিতে মশালমিছিল – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আদৃতা রায় ও ১১ জন আন্দোলনকারীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মশালমিছিল বের করে একদল শিক্ষার্থী। মিছিল শেষ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

মিছিল ও সমাবেশ চলাকালে শিক্ষার্থীরা পুলিশের আক্রমণের বিচার ও অব্যাহত ধর্ষণ এবং নিপীড়ন ও সন্ত্রাস থেকে জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংগঠক সজিব আহমেদ জেনিচ বলেন, ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্লাটফরমটি ধারাবাহিকভাবে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। গত পরশু আন্দোলনকারীদের ওপর অতর্কিতভাবে হামলা করেছে পুলিশ। আন্দোলনরত মেয়েদের গায়েও পুলিশ আক্রমণ করেছে। এই পুলিশ হচ্ছে আওয়ামী লীগের সেট-আপ দেওয়া পুলিশ।

যে রাষ্ট্র ধর্ষককে ধরতে পারে না, ধর্ষণ নির্মূল করতে পারে না, আছিয়াকে বাঁচাতে পারে না, সেই রাষ্ট্র কোন সাহসে ধর্ষণবিরোধী আন্দোলনে পুলিশকে দিয়ে হামলা করে। আমরা ধিক্কার জানাই। আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার পর বেহায়ার মতো আন্দোলনকারীদের ওপর মামলাও করেছে। আদৃতা রায়সহ যাদের নামে মামলা হয়েছে অবিলম্বে তাদের মামলা প্রত্যাহার করতে হবে।

  • জাবি
  • ধর্ষণ
  • নিপীড়ন
  • মশালমিছিল
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।