বেলাবোতে নিখোঁজ থাকা এক বৃদ্ধের মরদেহ সড়কের পাশের ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা পুলিশের।
বুধবার সকালে নরসিংদীর বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ কারিগরি বি.এম কলেজ সংলগ্ন সড়কের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান।
নিহত ৬০ বছরের কাঞ্চন মিয়া মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমাড়া গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে। তিনি ব্যাটারিচালিত রিকশার চালক ছিলেন।
ওসি মীর মাহবুবুর রহমান বলেন, সকালে ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের স্বজনরা থানায় এসে মরদেহটি কাঞ্চন মিয়ার বলে শনাক্ত করেন।
ওসি আরও বলেন, স্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় রিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেননি কাঞ্চন মিয়া। বুধবার এলাকায় মাইকিং করে মনোহরদী থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনরা। এরই মধ্যে বেলাব থানা এলাকায় মরদেহ পাওয়ার খোঁজ পান তারা।
ওসি বলেন, কাঞ্চন মিয়ার লাশ পাওয়া গেলেও তার রিকশাটির খোঁজ পাওয়া যায়নি। তাই পুলিশ ও স্বজনদের ধারনা কাঞ্চন মিয়াকে হত্যা করে রিকশাটি ছিনতাই করা হয়েছে।