ধানমন্ডি ক্লাবের বড় হার, ফের জিতল গুলশান ক্লাব

Featured Image
PC Timer Logo
Main Logo

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চমকে দিয়েছিল গুলশান ক্রিকেট ক্লাব। পরের দুই ম্যাচে অবশ্য সুবিধা করতে পারেনি দলটি। তবে আজ নিজেদের চতুর্থ ম্যাচে ফের জিতল গুলশান ক্লাব। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে গুলশান ক্লাব।

লিগে দিনের অপর ম্যাচে ফের হেরেছে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে ধানমন্ডি ক্লাব। অপর ম্যাচে শাইনপুকুরকে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

গুলশান ক্লাব-রূপগঞ্জ টাইগার্স:

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পুরো ৫০ ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ২১৪ রান  তোলে রূপগঞ্জ। ১০৮ বল খেলে দলটির পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করেছেন ওপেনার অমিত মজুমদার ৩৫ বলে ৪০ রান করেছেন আরিফুল হক। গুলশান ক্লাবের হয়ে ৫৩ রানে ৪ উইকেট নিয়েছেন আসাদুজ্জামান।

পরে জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিত৯৫ রান তোলেন ‍গুলশান ক্লাবের দুই ওপেনার আজিজুল হাকিম ও জাওয়াদ আবরার। ৩৭ বলে ৪০ রান করে আজিজুলের বিদায়ে এই জুটি ভাঙে। ৭৫ বলে ৯ চারে ৬৭ রান করেন জাওয়াদ আবরার। ৪৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে গুলশান ক্লাব। খালিদ হাসান ৮১ বলে ৪৩ ও ইফতেখার হোসেন ২৮ বলে ২৫ রান করেন।

ধানমন্ডি স্পোর্টিং ক্লাব-অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব:

সাভারের বিকেএসপির ৫ নং পিচে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে মাত্র ১১৫ রানে গুটিয়ে যায় ধানমন্ডি ক্লাব। মাত্র ৩৩.৫ ওভারে গুটিয়ে যায় দলটি। ধানমন্ডি ক্লাবের হয়ে ৪০ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন মঈন খান। নুরুল হাসান সোহান ২২ ও সানজামুল ইসলাম ১৮ রান করেন। অগ্রণী ব্যাংকের পেসার রবিউল হক ৫.৫ ওভারে ১৪ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন।

পরে জবাব দিতে নেমে ২৬ রানে তিন উইকেট হারিয়ে শুরুতে বিপদে পরেছিল অগ্রণী ব্যাংকও। তবে অভিজ্ঞ মার্শাল আইয়ূবের ৯২ বলে ৫১ রানের ইনিংসটিতে পরে আর বিপদ হয়নি ক্লাবটির। ৩৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে অগ্রণী ব্যাংক।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্স:

এনামুল হক বিজয়ের টানা দ্বিতীয় ফিফটিতে সহজ জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আগে ব্যাটিং করতে নেমে ৪৫.২ ওভারে ১৬১ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। দলটির হয়ে ৫৯ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন জোবায়ের হোসেন। ২৯ রান করেন অনিক সরকার। গাজী গ্রুপের হয়ে তিনিট করে উইকেট নিয়েছেন শামীম মিয়া ও তোফায়েল আহমেদ।

পরে জবাব দিতে নেমে ১৭.৫ ওভারেই জয় নিশ্চিত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলটির ওপেনার অধিনায়ক এনামুল হক বিজয় মাত্র ২৬ বলে আজ ফিফটি করেছেন। ৮টি চার ২টি ছক্কায় তার ৫২ রানের ইনিংসটি দলকে সহজ জয়ের দিকে নিয়েছে। আরেক ওপেনার সাদিকুর রহমান করেন ৩০ বলে ৫০ রান। এই দুজনের বিদায়ের পর সালমান হোসেন ২৩ ও শামসুর রহমান ৩৩ রানের দুটি ইনিংস খেলে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সহজ জয় নিশ্চিত করেছেন।

banglanewsbdhub/এসএইচএস

ডিপিএল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।