ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৭
সুনামগঞ্জ: জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুল রহমান বলেছেন, ধোঁকাবাজির রাজনীতি যারা করবে তাদের মাধ্যমে দেশের আমূল পরিবর্তন সম্ভব নয়।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শহরে জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে সুনামগঞ্জ জেলা জামায়াতের উদ্যেগে কর্মী সম্মেলনে এ সব কথা বলেন তিনি।
জামায়াতের আমির ডা.শফিকর রহমান বলেন, ‘সুপ্রিম কোর্টের একজন বিচারককে কি আপনারা দেখেছেন, কলা পাতায় ঘুমিয়েছেন। এটা তার পরিণতি। কারণ তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন।’
তিনি বলেন, ‘আমাদের পেট বন্ধক দিয়েছি অন্য দেশে। মাথাও বন্ধক দিয়েছি কি-না আল্লাহ জানেন। দেশের মেধাবীরা দেশ থেকে পড়াশোনার জন্য বাইরে গেলে আর ফিরে না। কিন্তু দু থেকে আড়াইশ বছর আগেও আমাদের দেশের ওপর মোগল ও বৃটিশরা পর্তূগীজরা ঝাঁপিয়ে পড়ত ভাগ্য গড়ার জন্য। কিন্তু এখন উলটো রথ।’
জামায়াতের আমির আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন, ‘অনেকেই আমাদেরকে পাসপোর্ট ভিসা টিকেট ছাড়াই অমুক দেশে তুমুক দেশে পাঠিয়ে দিতেন। কিন্তু তারাই এখন পালিয়ে গেলেন পাসপোর্ট ভিসা ছাড়া।’
জুলাই আগস্টের বিপ্লবের প্রসঙ্গ টেনে জামায়াতের আমির আরও বলেন, ‘গণ হত্যার বিচার হতে হবে। বিগত সময়ে ও ছাত্র জনতার আন্দোলনের সময় যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার এ দেশে নিশ্চিত করতে হবে। নির্বাচন প্রয়োজনে আরও পরে দেওয়া হোক।’
ডা.শফিকুর রহমান নিজের দলের নেতাকর্মীর সম্পর্কে বলেন, ‘আমাদের নেতাকর্মীরা ৫ আগস্টের পর থেকে টানা ১৫ দিন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে, পাহাড়া দিয়েছে। সকল ধর্মের মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি। গত জালেম সরকার ১০ হাজার রাজাকারের তালিকা তৈরি করেছে। সেই তালিকায় ৮০ ভাগ লোকই আওয়ামী লীগের।
আমরা যদি ক্ষমতায় যেতে পারি তা হলে আমরা শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিব। আমরা যে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব সেটি হবে কর্মমুখী শিক্ষা। একজন পড়াশোনা শেষ করার সঙ্গে সঙ্গে ওই শিক্ষা সংশ্লিষ্ট সার্টিফিকেট তুলে দেওয়া হবে।
আমরা চাই আমাদের বেশি বেশি সমালোচনা করুন। সমালোচনা করলে আমাদের কাজের গতি আরও বাড়বে। আমরা যদি ভাল কাজ করতে না পারি তা হলে আমাদেরকে ছেড়ে যাবেন।
আমরা জনগণের সমথর্ন নিয়ে ক্ষমতায় যেতে পারলে সুনামগঞ্জকে উন্নয়নের গতিতে এগিয়ে নিয়ে আসা হবে। যদি আমরা ক্ষমতায় যেতে না পারি তা হলে দাবি আদায়ের জন্য আপনাদের সাথে আন্দোলন করে দাবি আদায় করবও উন্নয়নের জন্য।
সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, জামায়াতে ইসলামীর সিলেট মহানগর উত্তরের আমীর ফখরুল ইসলামসহ আরও অনেকে।
বাংলানিউজবিডিহাব/এমপি