ধোনি যাচ্ছেন, কিন্তু যাচ্ছেন না!

Featured Image
PC Timer Logo
Main Logo

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন দীর্ঘদিন। মহেন্দ্র সিং ধোনিকে এখন মাঠের ক্রিকেটে দেখা যায় কেবল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এলেই। অবশ্য গত চার-পাঁচ মৌসুম ধরেই আইপিএলের শেষদিকে গুঞ্জন ওঠে এটাই বুঝি ধোনির শেষ। কিন্তু তাকে আবার দেখা যায় চেন্নাইয়ের হলুদ জার্সিতে। গতকাল (রবিবার) গুজরাট টাইটান্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন এই মৌসুমের শেষ ম্যাচ

গুজরাটকে হারিয়ে এবারের মৌসুম জয় দিয়ে শেষ করে ম্যাচ প্রেজেন্টেশনে আসেন মৌসুমের মাঝপথে চেন্নাইয়ের অধিনায়কত্ব নেয়া ধোনি। সেখানেই ধারাভাষ্যকার হার্শা ভোগলে তাকে জিজ্ঞেস করেন, পরের মৌসুম নিয়ে তার কী ভাবনা?

ধোনি বলেন, ‘আসলে অনেক কিছুর ওপর নির্ভর করছে। আমার হাতে চার-পাঁচ মাস সময় আছে, খেলব নাকি খেলব না; এই সিদ্ধান্ত নিতে। এটা পেশাদার ক্রিকেট, খেলতে চাইলে একদম সেরা অবস্থাতেই থাকতে হবে। আরো একটা ব্যাপার, খেলার জন্য কতটা খিদে বাকি আছে সেটাও দেখতে হবে। আমার হাতে যথেষ্ট সময় আছে সিদ্ধান্ত নেয়ার।’

ফেরা না ফেরা নিয়ে এবারও অবশ্য ধোঁয়াশা রেখে দিলেন ধোনি, ‘আমি রাচি ফিরে যাব। কয়েকটা বাইক রাইড নেব, অনেকদিন ধরেই তো বাড়ির বাইরে। আমার হাতে সময় আছে বেশ। আমি বলছি না আমি শেষ করেছি ক্যারিয়ার, আবার ফিরে আসব এটাও বলছি না। আমার হাতে সিদ্ধান্ত নিতে অনেক সময় আছে।’

মৌসুমের মাঝপথে চোটে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কড়। অধিনায়কত্ব আসে ধোনির কাঁধে। যদিও এর আগেই টানা ব্যর্থতায় প্লে অফের দৌড় থেকে ছিটকে পড়ে চেন্নাই। ১৪ ম্যাচে কেবল ৪টি ম্যাচ জিতেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।