নগরভবন অবরোধ করে চলছে ইশরাক সমর্থকদের বিক্ষোভ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো নগরভবনের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। রোববার (১৮ মে) সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগরভবনের প্রধান ফটকের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

সকাল থেকে আন্দোলনকারীরা ছোট ছোট মিছিল নিয়ে নগরভবনের বিভিন্ন ফটকে অবস্থান নেন। তারা নগর ভবনের ফটকগুলোয় অবস্থান নিয়েছেন, ভেতরের বিভিন্ন ফটকে ঝুলিয়েছেন তালা। এতে নগর সংস্থার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

এ সময় ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এর আগে গতকাল শনিবার ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনরত তার সমর্থকরা নগর ভবনের প্রধান কার্যালয়ের সব ফটকে তালা ঝুলিয়ে দেন। তারা নগর ভবনে মোট ৬৫টি তালা লাগিয়েছিলেন।

পরে সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, ‘যেহেতু আমি এই আন্দোলনের ঘোষণা দিই নাই, আদেশ-নির্দেশনা কিছুই দিই নাই, সে ক্ষেত্রে আমি তাদের (আন্দোলনকারীদের) অবশ্যই বলব, তারা যাতে এমন কিছু না করে, যাতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। পাশাপাশি আমি তাদের আন্দোলন করার অধিকারকে না বলতে পারি না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কেউ যদি আন্দোলন করে, আমি তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার অধিকার রাখি না।’

  • অবরোধ
  • ইশরাক সমর্থক
  • নগরভবন
  • বিক্ষোভ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।