স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫ ১৫:২৯
২৯ বছর পর পাকিস্তানের মাটিতে হতে যাচ্ছে আইসিসি টুর্নামেন্ট। নানা বাধা বিপত্তি পেরিয়ে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে যাচ্ছে দেশটি। ৮ দলের এই টুর্নামেন্টকে সামনে রেখে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান সরকার। করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির তিন ভেন্যুতে থাকছে ১৭ হাজার নিরাপত্তারক্ষী।
২০০৯ সালে শ্রীলংকান ক্রিকেট দলের উপরে সন্ত্রাসী হামলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসনে ছিল পাকিস্তানেড় সব ভেন্যু। নিরাপত্তার দোহাই দিয়ে ২০০৬ সালের পর থেকেই অবশ্য পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যায়নি ভারত। দীর্ঘদিন পর ধীরে ধীরে পাকিস্তানে সিরিজ খেলতে এসেছে বড় দলগুলো। গত এশিয়া কাপ পাকিস্তানে হলেও ভারতের কারণে শ্রীলংকার সঙ্গে হাইব্রিড মডেলে আয়োজন করতে বাধ্য হয়েছিল পাকিস্তান।
এবারের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ হওয়ার জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি পিসিবিকে। আয়োজক দেশের দায়িত্ব পেলেও টুর্নামেন্ট আয়োজন নিয়ে শঙ্কাটা জেগেছিল ভারতের আপত্তিতে। নিরাপত্তার দোহাই দিয়ে পাকিস্তানে খেলতে রাজি ছিল না ভারত। এক পর্যায়ে এমনটা শোনা যাচ্ছিল, পাকিস্তান থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। শেষ পর্যন্ত ভারতের মন রাখতে আরব আমিরাতে সাথে হাইব্রিড পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান।
যে নিরাপত্তা নিয়ে এত কথা, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই বড় পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার। সব মিলিয়ে টুর্নামেন্টজুড়ে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১৭ হাজার কর্মী। স্টেডিয়াম, হোটেল ও দলের নিরাপত্তার জন্য রাখা হবে ১২৫০০ জন কর্মী। তাদের মাঝে ৭ হাজার কর্মী থাকবে স্টেডিয়ামের নিরাপত্তার জন্য। এই নিরাপত্তাকর্মীদের মাঝে থাকবেন কমান্ডোরাও। শুধু সাধারণ নিরাপত্তারক্ষী নয়, নিরাপত্তার দায়িত্বে থাকবেন সেনাবাহিনীও।
টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর যেন নিরাপত্তার কোনো কমতি না থাকে, এই ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা নিতে নির্দেশ দিয়েছে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির পুলিশ বিভাগ। আগামী ১৬ অথবা ১৭ ফেব্রুয়ারি করাচিতে হবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। ১৯ ফেব্রুয়ারি করাচিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।
banglanewsbdhub/এফএম