
9-10 শ্রেণীর একটি পাঠ্যপুস্তকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় রংপুরে আবু সাইদের মৃত্যুর তারিখ ভুল প্রিন্ট করা হয়েছিল। এনসিটিবি কর্মকর্তারা এই ভুল স্বীকার করে বলেছেন, তারা শিগগিরই এ বিষয়ে সংশোধন করবেন।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের ওপর নবম-দশম শ্রেণির জন্য ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে ‘গ্রাফিতি’ শিরোনামের একটি অধ্যায় যুক্ত করা হয়েছে। এর শুরুতে রাজধানীর মেট্রোরেলের পিলারে আঁকা ‘হামক বেতাক মারলু কেন?’ পরবর্তী পৃষ্ঠায় এই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কথা শিরোনামের একটি প্রতিবাদী লেখা সংযুক্ত করা হলো। বইটিতে ১৭ জুলাই আবু সাঈদকে পুলিশের গুলিতে নিহত হওয়ার তারিখ উল্লেখ করা হয়েছে। আসলে সেটা হবে ১৬ জুলাই।
‘আমাদের নতুন গৌরব গাথা’ নামে ছাত্রদের বিদ্রোহের ওপর প্রবন্ধের সংকলন নবম-১০ম শ্রেণির পাঠ্যপুস্তক ‘বাংলা সাহিত্য’-এ যুক্ত করা হয়েছে। এই বইয়ে অবশ্য উল্লেখ করা হয়েছে, রংপুরে ১৬ জুলাই পুলিশের গুলিতে আবু সাইদ এগিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক একেএম রিয়াজুল হাসান গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে সংশোধনী দেওয়া হবে। অনলাইন সংস্করণটি এখনও ঠিক করা হয়নি।