নতুন মৌসুমে মাঠে নামছেন হামজা

Featured Image
PC Timer Logo
Main Logo

গত মৌসুমের মাঝপথে লেস্টার সিটি ছেড়ে ধারে খেলতে গিয়েছিলেন দ্বিতীয় বিভাগের দল শেফিল্ড ইউনাইটেডে। প্রিমিয়ার লিগে ফেরার দ্বারপ্রান্তে গিয়েও ব্যর্থ হয়েছে হামজার দল শেফিল্ড। এদিকে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়েছে লেস্টারেরও। আজ সেই লেস্টারের হয়েই মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামবেন বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা।

শেফিল্ডে মৌসুমের অর্ধেক ভাগ কাটিয়েছিলেন হামজা। শেফিল্ড থেকে আবার লেস্টারেই ফিরেছেন তিনি। লেস্টার এবার খেলবে চ্যাম্পিয়নশিপে।

আজ রাত ৯.৩০ মিনিটে মৌসুমের প্রথম ম্যাচে কিং পাওয়া স্টেডিয়ামে শেফিল্ড ওয়েনজডের বিপক্ষে মাঠে নামবেন হামজারা।

নতুন মৌসুমকে সামনে রেখে প্রাক মৌসুমটা দারুণ কেটেছে হামজাদের। নতুন কোচ সিফুয়েন্তেসের অধীনে ৬ ম্যাচের ৫টিতেই জিতেছে লেস্টার।

হামজারা কি পারবেন এই মৌসুমে দুর্দান্ত কিছু করে প্রিমিয়ার লিগে ফিরতে?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।