
ছবি : ড. আসিফ নজরুল
নতুন সংবিধান প্রণয়নে ২ থেকে ৩ বছর সময় লাগতে পারে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রোববার রাজধানী ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় আইন উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেছেন, নতুন সংবিধান প্রণয়নে পার্শ্ববর্তী দেশে এমন উদাহরণ আছে যে ৮ থেকে ৯ বছর লেগেছে।
নতুন সংবিধান প্রণয়নে সময় লাগবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এখন এ জন্য কি আমি বাহাত্তরের সংবিধান কন্টিনিউ করব (অব্যাহত রাখব)? নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত যে সংসদ থাকবে, সে সংসদটা সংবিধান সংসদ হিসেবে কাজ করবে। এই সংসদ বাহাত্তরের সংবিধানের প্রয়োজনীয় সংশোধনগুলো করে ফেলবে।
আসিফ নজরুল আরও বলেন, যখন একটা সংসদ একই সঙ্গে সংবিধান প্রণয়নের কাজ করে, তখন কিন্তু সেটি খুব অল্প সময় দিতে পারবে। যেমন কখনো কখনো এ রকম করা হয় যে সপ্তাহে দুই দিন তারা সংবিধান পরিষদের কাজ করবে; একটা বা চারটা সেশন করবে। এরকম একটা সংবিধান পরিষদ ৯০ দিনে সংবিধান রচনা করে ফেলবে, এটা একটু উচ্চাশা।
জুলাই সনদ প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, এখানে জুলাই সনদের ওপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। জুলাই সনদে কি এত কিছু থাকবে? এটা তো সংবিধানে লিখতে হবে। এখানে ধরেই নেওয়া হয়েছে সবাই জুলাই সনদের অনেক বিষয়ে একমত হবে। এটা এত সহজ হবে না। হয়তো জুলাই সনদের একেবারে মৌলিক বিষয়গুলো (সংবিধানে) রাখা সম্ভব হতে পারে।