নাটকীয় প্রত্যাবর্তনে সুপার কাপ জিতল পিএসজি

Featured Image
PC Timer Logo
Main Logo

৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিলেন তারা। এই মুহূর্তে টটেনহামের শিরোপা উল্লাস দেখার অপেক্ষায় ছিল পুরো বিশ্ব। তবে প্রতিপক্ষ দলটা যে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি! দুই গোলে পিছিয়ে থেকেও নাটকীয়ভাবে ম্যাচে সমতা ফেরাল ফরাসি ক্লাবটি। এরপর পেনাল্টিতে টটেনহামকে ৪-৩ গোলে হারিয়ে সুপার কাপ জয়ের আনন্দে মাতল পিএসজি।

ব্লুনেগ্রি স্টেডিয়ামে ইউয়েফা সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজি ও ইউরোপা লিগ জয়ী টটেনহাম। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ইংলিশ ক্লাবটির।

৩৮ মিনিটে ভ্যান ডি ভেনের গোলে এগিয়ে যায় টটেনহাম। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটের মাথায় লিড দ্বিগুণ করে স্পার্স। ক্রিশ্চিয়ান রোমেরোর গোলে ২-০ গোলে এগিয়ে যায় তারা।

ম্যাচে যেন কিছুতেই সমতা ফেরাতে পারছিল না পিএসজি। ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল টটেনহাম। এরপর শেষের কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড স্পার্স।

৮৫ মিনিটে লি ক্যাঙ্গের গোলে ব্যবধান কমায় পিএসজি। ৯৪ মিনিটে গঞ্জালো রামোসের গোলে অবিশ্বাস্যভাবে ম্যাচে সমতা ফেরায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ম্যাচ গড়ায় অতিরিক্তি সময়ে। সেখানে গোল না হলে ফাইনাল নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

টাইব্রেকারে প্রথম শটে গোল করতে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত টটেনহামকে ৪-৩ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জয়ের স্বাদ পায় পিএসজি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।