নাটকীয় ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতল ব্রাজিল

Featured Image
PC Timer Logo
Main Logo

নির্ধারিত সময়ের শেষ বাঁশি বাজতে আর কয়েক সেকেন্ড বাকি। ৩-২ গোলে পিছিয়ে থেকে শিরোপা হাতছাড়া করার দ্বারপ্রান্তে ব্রাজিল। ঠিক সেই সময়ই দলের ত্রাণকর্তা বনে গেলেন নারী ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার মার্তা। ৯৬ মিনিটের গোলে ব্রাজিলকে ম্যাচে ফেরালেন তিনি। শেষ পর্যন্ত নাটকীয় এক ফাইনালে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ৯ম বারের মতো কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলল ব্রাজিল।

ইকুয়েডরের কুইতো স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয়েছিল এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ব্রাজিল ও কলম্বিয়া। ২৫ মিনিটে সাইসেডোর গোলে লিড পায় কলম্বিয়া। হাফ টাইমের ঠিক আগে পেনাল্টি থেকে ম্যাচে সমতা ফেরান অ্যাঞ্জেলিনা।

দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে লিড ফিরে পায় কলম্বিয়া। গোল করেন তারসিয়ান। ৮০ মিনিটে গুতিয়েরেসের গোলম্যাচে সমতা ফেরায় ব্রাজিল।

৮৮ মিনিটে গোল করে কলম্বিয়াকে শিরোপার স্বপ্ন দেখাচ্ছিলেন রামিরেজ। ৯৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল কলম্বিয়াই। তবে শেষ বাঁশি বাজার ঠিক আগে দারুণ এক গোলম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান মার্তা।

অতিরিক্ত সময়েও হয়েছে দুই গোল। ১০৫ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন মার্তা। ১১৫ মিনিটে গোল করে সমতা ফেরান সান্তোস। ৪-৪ গোলে শেষ হয় অতিরিক্ত সময়ের খেলা।

পেনাল্টিতে কলম্বিয়াকে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে ব্রাজিল। এই নিয়ে ১০ আসরের ৯ বারই চ্যাম্পিয়ন হলেন তারা। এটি তাদের টানা ৫ম শিরোপাও বটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।