নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব বিরোধের জেরে মো. পায়েল নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। নিহত পায়েল (৩৭) কাশিপুর মধ্যপাড়া এলাকার হাসমত উল্লাহর ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, নিহত পায়েল মাদক ব্যবসা করত। অন্য কোনো কাজ করত না। মাদক ব্যবসার বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড বলে এলাকাবাসী জানিয়েছে।

নিহত পায়েলের বড় ভাই মাসুম জানান, রোববার রাতে পায়েল ও পাশের বাড়ির রায়হান বাবু ওরফে ‘কবুতর বাবুর’ মধ্যে কবুতর নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় ঈদের দিন সকালে ‘কবুতর বাবু’ পিস্তল দিয়ে পায়েলের বুকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় পায়েলকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে ঢামেক হাসপাতালে নেয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, নারায়ণগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। সোমবার বিকেল ৩টায় তার মৃত্যু হয়। বিষয়টি ফতুল্লা থানা পুলিশকে জানানো হয়েছে।

ফতুল্লা থানার ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা হবে এবং আমরা তদন্তসহ অভিযুক্ত রায়হান বাবুকে আটকের চেষ্টা করছি।

  • গুলি
  • নারায়ণগঞ্জ
  • যুবকক
  • হত্যা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।