নারায়ণগঞ্জে ৪ জনকে কুপিয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে তার পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়া এলাকার ব্যবসায়ী কবির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, শুক্রবার ভোরে ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত পিস্তল, দেশীয় অস্ত্র (দা, রামদা, সাবল, লোহার রড) নিয়ে এসে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। কবির হোসেনের ৪ ভাইয়ের (প্রতিবেশী) বাসার দরজাও বাইরে থেকে ছিটকিনি দিয়ে লাগিয়ে দেওয়া হয়। ঘরে থাকা আলমারীর চাবি না দেওয়ায় কবির হোসেন, তার স্ত্রী রৌশনা আক্তার, মেয়ে নাদিয়া ইসলাম ও বড় ভাই মোক্তার হোসেনকে কুপিয়ে জখম করে।

এসময় আলমিরা ভেঙে স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা লুট করে ডাকাতদল। পরে কবির হোসেনের বাড়ির আশপাশের লোকজন টের পেয়ে মসজিদের মাইকে এলাকায় ডাকাতদের প্রতিরোধের ঘোষণা দিলে ডাকাতরা পালিয়ে যায়।

এরপর স্থানীয়রা আহত কবির হোসেন, রৌশনা আক্তার, নাদিয়া ইসলাম, মোক্তার হোসেনকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম জানান, ৯৯৯ এ ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

  • জখম
  • ডাকাতি
  • নারায়ণগঞ্জ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।