স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৬
কোচ পিটার বাটলারের বিদ্রোহ ঘোষণা করা সাবিনা খাতুনসহ ১৮ সিনিয়র ফুটবলার এখনও সই করেননি কেন্দ্রীয় চুক্তিতে। কোচ বাটলারও সরাসরি বলেছেন তাদের মধ্য থেকে সাতজন ফুটবলারকে চাচ্ছেন না তার দলে। এদিকে প্রীতি ম্যাচ খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ নারী দল। আজ (বুধবার) বাফুফে সূত্রে জানা গেছে, সাবিনার বদলে প্রীতি ম্যাচের জন্য অধিনায়ক হিসেবে খেলবেন সাফ জয়ী আফঈদা খন্দকার।
আগামী ২৬ ফেব্রুয়ারি আরব আমিরাতের বিপক্ষে অনুষ্ঠেয় এই ম্যাচের জন্য দল ঘোষণা হয়নি। তবে আগামী দুই একদিনের মধ্যেই ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করবেন কোচ বাটলার। অবশ্য আফঈদার নামও এখনও আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে জানানো হয়নি। এবারই প্রথম নয়, এর আগেও জাতীয় দলের অধিনায়কের আর্মব্যান্ড পরেছেন আফঈদা। তবে সেটা বয়সভিত্তিক দলের। ২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে নেতৃত্বে ছিলেন তিনি।
আফঈদাকে দায়িত্ব দেয়া নিয়ে বাফুফের এক কর্মকর্তা জানানা, ‘যেহেতু দলে সিনিয়রদের কেউ নেই এবং আফঈদার আগেও অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে, তাই তাকেই নেতৃত্ব দেওয়া হচ্ছে।’
banglanewsbdhub/জেটি