নাহিদ-লিটনদের পিএসএল খেলতে যাওয়া উচিত: শান্ত

Featured Image
PC Timer Logo
Main Logo

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার- পেসার নাহিদ রানা, ব্যাটার লিটন দাস ও লেগস্পিনার রিশাদ হোসেন। তবে এই তিন ক্রিকেটারের টুর্নামেন্ট খেলার ব্যাপারে নানান কথা শোনা যাচ্ছে। একই সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ বলে এই ক্রিকেটারদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছাড়বে কিনা সেই আলোচনাও উঠছে।

এদিকে, একদিন আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, তিনজনের কেউই এখনো পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র চায়নি। তবে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করছেন, পিএসএলে যাওয়া দরকার নাহিদ, লিটনদের। বিদেশি লিগগুলোতে খেললে অভিজ্ঞ বাড়ে। সেটা মিস না করার বার্তা শান্তর।

আজ সোমবার (১৭ মার্চ) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নাহিদদের পিএসএল প্রসঙ্গ উঠলে শান্ত বলেছেন, ‘আমার মনে হয়, এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক—সবকিছুর ওপর।’

বিদেশি লিগগুলোতে খেলার গুরুত্বও তুলে ধরেন শান্ত, ‘আমার মনে হয়, বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে একটা অভিজ্ঞতা তৈরি হবে এবং ওই দায়িত্বটা নেওয়া শিখবে। বাইরের যে ক্রিকেটাররা আছে, তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা, সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা হবে। আশা করব, এই ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটাররা সামনের দিকে খেলার সুযোগ পাবে।’

তরুণ পেসার নাহিদ রানাকে নিয়ে সম্প্রতি বেশ চর্চা হচ্ছে। নিয়মিত গতির ঝড় তুলে দেশে-বিদেশে প্রসংশা পাচ্ছেন নাহিদ। অধিনায়ক শান্তও নাহিদের সম্ভবনার কথা শোনালেন, ‘সে (দেশের ক্রিকেটের) খুব ভালো সম্পদ। আমরা দেখছি বিশ্ব ক্রিকেটে কীভাবে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে। সবচেয়ে ভালো দিক যে জাতীয় দলের ফিজিও এবং আবাহনীর হয়ে যারা কাজ করছে, তারা তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুব ভালোভাবে মেইন্টেন করছে। সে ওইভাবেই ম্যাচ খেলছে। আল্লাহ্‌র রহমতে এখন পর্যন্ত ফিট আছে। এনার্জিটা ধরে রেখেছে।’

banglanewsbdhub/এসএইচএস

নাজমুল হোসেন শান্ত
নাহিদ রান
পিএসএল
লিটন দাস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।