নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ হারলেন সোহান-নাসুমরা

Featured Image
PC Timer Logo
Main Logo

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে নিউজিল্যান্ড ‘এ’ দলকে স্রেফ উড়িয়ে দিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। তবে শেষ ওয়ানডেটা মন মতো খেলতে পারল না স্বাগতিকরা। ব্যাটিং ইউনিটের ব্যর্থতায় ৪ উইকেটম্যাচ হেরেছে বাংলাদেশ।

যাতে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে শেষ হলো সিরিজটা। ব্যাটিং ইউনিটের ব্যর্থতায় বাংলাদেশ ২২৬ রানে থেমেছিল। মাঝে নিউজিল্যান্ডকে অবশ্য ভালো চেপে ধরেছিল স্বাগতিকরা। তবে শেষ পর্যন্ত হার এড়ানো সম্ভব হয়নি। ১০ বল আর ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

শনিবার (১০ মে) সিলেটের একাডেমি মাঠে টস জিতে ব্যাটিং করতে নামা বাংলাদেশের ব্যাটিংটা একদমই ভালো হয়নি। মিডল অর্ডারে ফিফটি পেয়েছেন ইয়াছির আলি রাব্বি। স্পিনার নাসুম আহমেদ দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। তবে বাকিটা পুরো ব্যর্থ।

৫৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। মিডল অর্ডারে হাল ধরার চেষ্টা করেছেন। অন্যদের যাওয়া-আসার মিছিলে একপ্রান্ত আগলে রেখে ৬৫ বলে ৭টি চার ৩টি ছক্কায় ৬৩ রান করেন ইয়াছির।

আটে নেমে দারুণ এক ইনিংস খেলা নাসুম বাংলাদেশকে বলার মতো স্কোর এনে দিয়েছেন। অন্যদের ব্যর্থতার দিনে ইনিংস গড়ার চেষ্টা করেছেন নাসুম। ১৮০ রানে বাংলাদেশের নবম উইকেট পরে গেলে তারপর শেষ উইকেট জুটিতে ইবাদত হোসেনকে নিয়ে শক্ত একটা জুটি গড়েন নাসুম।

বাঁহাতি এই স্পিনারই শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ স্কোরার। ৯৭ বল খেলে ৯টি চার ১টি ছক্কায় ৬৭ রান করেছেন নাসুম। ৪৭.৪ ওভারে ২২৬ রানে থেমেছে বাংলাদেশ।

পরে জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে ১১.২ ওভারেই ৭৭ রান তোলেন কিউইরা। এরপর নিয়মিত বিরতিতে অবশ্য উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

একটা সময় ১৬৬ রান তুলতে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল নিউজিল্যান্ড ‘এ’ দল। তবে তারপর আর সফরকারীদের আটকে রাখতে পারেনি বাংলাদেশ। ষষ্ঠ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৬৫ রান তুলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ডিন ফিক্সক্রফট ও জ্যাকারি ফোকস। ৪৮.২ ওভারে ছয় উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছেন সফরকারীরা।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন ও নাঈম হাসান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।