ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ১৯:১৫
বগুড়া: বগুড়ার শেরপুর ও ধুনটে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা ও বর্ধিত ভ্যাট প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ সময় তারা— বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা, বন্ধ পাটকল-চিনিকল চালুকরা, কৃষকের ফসলের লাভজনক দাম নিশ্চিত করার দাবি জানান।
রোববার (২৬ জানুয়ারি) এসব দাবিতে শেরপুর উপজেলার কলেজ বাজার, বাসস্ট্যান্ড ও শহিদ মিনার প্রাঙ্গণে সিপিবি উপজেলা শাখা পথসভা ও বিক্ষোভ মিছিল করে। কেন্দ্র ঘোষিত দেশব্যাপী গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচি উপলক্ষ্যে বিক্ষোভ ও পথসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিপিবি উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা ও সঞ্চালনা করেন শ্রীকান্ত মাহাতো।
এদিকে, সিপিবি ধুনট উপজেলা শাখা উদ্যোগে এলাঙ্গী বাজার, হুকুম আলী মোড় ও সোনামুখি মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সাহা সন্তোষ। সঞ্চালনায় ছিলেন সামসুল আলম ভোলা।
পৃথক পথসভায় বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও রাকসু সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, বগুড়া জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম, সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আমিনুল ফরিদ, মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, ডা. বিভূতি ভূষণ শীল ও বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ প্রমুখ।
পথসভায় বক্তারা— অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা, বর্ধিত ভ্যাট প্রত্যাহার, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা, বন্ধ পাটকল-চিনিকল চালুকরা, কৃষকের ফসলের লাভজনক দাম নিশ্চিত করা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বাংলানিউজবিডিহাব/এসআর
ধুনট
নির্বাচনের তারিখ ঘোষণার দাবি
পথসভা
বগুড়া
শেরপুর উপজেলা
সিপিবির বিক্ষোভ