‘নির্বাচন নিয়ে গড়িমসি করা কোনো স্বাভাবিক ঘটনা নয়’

Featured Image
PC Timer Logo
Main Logo

অমর একুশে বইমেলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির অনান্য নেতারা।

ঢাকা: ‘নির্বাচন নিযে গড়িমসি করা কোনো স্বাভাবিক ঘটনা নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২ ফেব্রয়ারি) বিকেলে অমর একুশে বইমেলায় জিয়া স্মৃতি পাঠাগার ও জিয়া পরিষদের স্টল উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ”সংস্কার হল চলমান প্রক্রিয়া। এই সংস্কারের জন্য সব কিছু আটকে রাখা জনগণ এবং যারা রাজনীতি পর্যবেক্ষণ করেন তাদের কাছে এটা গ্রহণযোগ্য হবে না। প্রয়োজনীয় সংস্কারের কথা তো আমরা সবাই বলছি। কিন্তু, সংস্কারের কথা আপনারা বারবার উচ্চারণ করে গণতন্ত্রের পথক আটকে রাখবেন, এটা মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করতে এই যে গড়িমসি, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। জনগণকে অবশ্যই জানাতে হবে তার নির্বাচন কবে হবে।’’

তিনি বলেন, ”অনেকেই বলেছেন যে, নির্বাচনের জন্যই কি বিপ্লব হয়েছে? বিপ্লব তো হয় একটা ক্রেজের ওপর ভিত্তি করে হয়। মানুষ ১৬-১৭ বছর ভোট দিতে পারেনি। ১৭ বছর মানুষ তার নিজের চিন্তা অনুযায়ী তার সরকার পরিবর্তন করতে পারেনি। অবাধ সুষ্ঠু নির্বাচন এবং জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারার যে অধিকার সেই অধিকারকে হরণ করা হয়েছিল, এটা পুন:প্রতিষ্ঠিত করা গণতন্ত্রের অন্যতম শর্ত।’’

রিজভী বলেন, ”আজকে আমরা যতটুকুই স্বস্তির নিশ্বাস নিতে পারছি যতটুকুই আলো বাতাস পাচ্ছি এটির পরিধি আরও বিস্তর করতে হবে। সামনে আমাদের যে কাজগুলো বাকি রয়েছে সেগুলোকে নিশ্চিত করতে হবে। আমরা গণতন্ত্রের পথে হাঁটার পরিবেশ পেয়েছি। কিন্তু, পরিপূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাইনি। মানুষ তার মালিকানা এখনো ফিরে পায়নি। অর্থাৎ জনগণ যে তার সরকার গঠন করবে তার যে ক্ষমতা সেই ক্ষমতা এখনো নিশ্চিত হয়নি। অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন যেদিন নিশ্চিত হবে সেদিন গণতন্ত্রের সবচেয়ে বড় উপাদান নিশ্চিত করা যাবে এবং জনগণ তার মালিকানা ফেরত পেয়ে গণতন্ত্রের পূর্ণ বিকাশের পথে এই জাতি হাঁটতে পারবে।’’

তিনি বলেন, ”সত্যিকার অর্থে গণতান্ত্রিক পরিবেশ থাকলে সব কিছু বিকাশ লাভ করার সুযোগ পায়। যদি অবরুদ্ধ থাকে তাহলে তো কোনো কিছুরই বিকাশ হবে না। হুমায়ূন আহমেদ একটি বই লিখেছিলেন। সেই বইয়ের লেখা পরিবর্তন করার জন্য হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। কি আমল ছিল গত ১৬-১৭ বছর? বই পাঠ করা এবং জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করা অত্যন্ত জরুরি।’’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ জিয়া স্মৃতি পাঠাগার এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতারা।

বাংলানিউজবিডিহাব/এজেড/ইআ

রুহুল কবির রিজভী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।