নোবিপ্রবির সেকশন অফিসারকে পুলিশে দিল শিক্ষার্থীরা – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের সেকশন অফিসার আবদুল্লাহ আল মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৯ জুলাই) বিকেলে মামুনকে কর্মস্থল থেকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে গেলে সেখান থেকে তাকে থানায় নিয়ে যায় পুলিশ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছাত্রলীগের সংশ্লিষ্টতা ও বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকায় আবদুল্লাহ আল মামুনকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান ছাত্ররা।পরে তাকে সুধারাম থানা পুলিশে সোপর্দ করা হয়।

তিনি আরো জানান, আবদুল্লাহ আল মামুনকে আইন বিভাগে সেকশন অফিসার হিসেবে কর্মরত। এ ঘটনায় পর তাকে আইন বিভাগ থেকে প্রত্যাহার করে রেজিস্টার দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আবদুল্লাহ আল মামুন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মালেক মেম্বারের ছেলে। তিনি (মামুন) নিষিদ্ধ ছাত্রলীগে কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

জানতে চাইলে সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, খবর পেয়ে নোবিপ্রবি থেকে আবদুল্লাহ আল মামুনকে নিয়ে আসা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • নোবিপ্রবি
  • পুলিশ
  • শিক্ষার্থীরা
  • সেকশন অফিসার
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।