পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

Featured Image
PC Timer Logo
Main Logo

ঢাকা: তৌহিদুল ইসলামকে আহ্বায়ক করে পঞ্চগড় সদর পৌর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেছে কেন্দ্রীয় বিএনপি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কমিটিতে স্থান পাওয়া নেতারা হলেন-

১. আলহাজ তৌহিদুল ইসলাম আহবায়ক

২. শামসুজ্জামান বিপ্লব সদস্য

৩. এ্যাড. আ. বারী সদস্য

৪. আ. শহীদ বাবু সদস্য

৫. এস এম সালেহ (লিটন) সদস্য

৬. সোহেব আলী সবুজ সদস্য

৭. সফিউজ্জামান রুবেল সদস্য

৮. আব্দুল্লাহ আল মামুন বনিক সদস্য

৯. আকতারুজ্জামান শাহজাহান সদস্য

১০. জহির আহাম্মদ মৃধা সদস্য

১১. আবু শাহীন টুটুল সদস্য

১২. হায়াতুন সদস্য

১৩. হাসিনুর সদস্য

১৪. ডা. আ. গফুর সদস্য

১৫. আবু তাহের সদস্য

১৬. মিজানুর রহমান মজনু সদস্য

১৭. মাহাবুব আলম মাটু সদস্য

১৮. আ. কাদের মাসুম সদস্য

১৯. খাজা নাজিম উদ্দিন সদস্য

২০. ওসমান গনি সদস্য

২১. আলহাজ¦ আবু তাহের সদস্য

২২. মো. মাহিরুল ইসলাম সদস্য

২৩. ওয়াইছুল করিম লিপন সদস্য

২৪. আপ্তাব আলী সদস্য

২৫. আসলাম পার্ভেজ সদস্য

২৬. আ. রহমান সদস্য

২৭. আলী হোসেন সদস্য

২৮. রমজান আলী চৌঃ জাদু সদস্য

২৯. মোস্তাফিজার রহমান (বাচ্চু) সদস্য

৩০. আয়ুব আলী সদস্য

৩১. আনিছুর রহমান সদস্য

৩২. শামসুল আলম সদস্য

৩৩. ওমর ফারুক সদস্য

৩৪. আ. রাজ্জাক সদস্য

৩৫. সরিফুল ইসলাম পার্ভেজ সদস্য

৩৬. আনছারুল হক সদস্য

৩৭. কামরুন নাহার সদস্য

৩৮. মোশারফ হোসেন সদস্য

৩৯. আ. বাতেন সদস্য

৪০. খন্দকার আবু সালেহ (ডাবলু) সদস্য

৪১. মোস্তাফিজার রহমান বুলেট সদস্য

বিবৃতে বলা হয়, পঞ্চগড় সদর পৌরসভাধীন ওয়ার্ড বিএনপির কমিটিগুলো আহবায়ক তৌহিদুল ইসলাম এবং ১নং সদস্য শামসুজ্জামান বিপ্লবের যৌথ সইয়ে অনুমোদিত হবে।

বাংলানিউজবিডিহাব/এজেড/ইআ

আহ্বায়ক কমিটি
পঞ্চগড়
পৌর বিএনপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।