পটুয়াখালীতে ১০ বছরের শিশুকে বৃদ্ধের ধর্ষণচেষ্টা – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



১০ বছরের এক শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) সকালে জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম এনছান মৃধা (৬৫)।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম জানান, গত ৫ মার্চ বেলা ১১টার দিকে ওই বৃদ্ধের গাছের বড়ই কুড়াতে গেলে শিশুটি নির্যাতনের শিকার হয়। এক পর্যায়ে শিশুটি পালিয়ে আসে। পরে লোকলজ্জায় এ ঘটনা চেপে যায় পরিবার। ছয় মার্চ শিশুটিকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শিশুর শারীরিক অবস্থা এতেও স্বাভাবিক না হলে পরের দিন আবারও হাসপাতালে এনে চিকিৎসা করানো হয়। শনিবার শিশুটির মা বাদি হয়ে থানায় অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, বর্তমানে শিশুটি অসুস্থ থাকায় চিকিৎসা শেষে পরিবারের কাছে দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

  • ধর্ষণচেষ্টা
  • পটুয়াখালী
  • বৃদ্ধ
  • শিশু
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।