পর্দা নামল বইমেলার, কমেছে নতুন বই ও বেচাকেনা – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



অমর একুশে বইমেলায় এবার বেচাবিক্রি কম হয়েছে, নতুন বইও এসেছে কম, যা নিয়ে লেখক-প্রকাশকসহ সবারই ‘চিন্তা করা উচিৎ’ বলে মনে করছে মেলা পরিচালনা কমিটি। শুক্রবার বিকালে সমাপনী অনুষ্ঠানে মেলার প্রতিবেদন তুলে ধরেন মেলা পরিচালনা কমিটিসদস্য সচিব সরকার আমিন।

প্রতিবেদনে বলা হয়, এবার ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলায় নতুন বই এসেছে ৩ হাজার ২৯৩টি। গতবছর মেলায় নতুন বই আসে ৩ হাজার ৭৫১টি; ৩ হাজার ৭৩০টি আসে তার আগের বছর।

মেলায় অংশ নেওয়া সব প্রকাশনী মিলিয়ে কত টাকার বই বিক্রি হয়েছে, তার পরিসংখ্যান এখনো জানাতে পারেনি মেলা পরিচালনা কমিটি। তবে বাংলা একাডেমির বই বিক্রি কমেছে অর্ধেকের বেশি। বাংলা একাডেমি গত বছর মেলায় ১ কোটি ৩৬ লাখ টাকার বই বিক্রি করে, তার আগের বছর করে ১ কোটি ৩৩ লাখ টাকার। আর এবারের মেলায় (২৭ ফেব্রুয়ারি পর্যন্ত) বাংলা একাডেমি বই বিক্রি করে ৬১ লাখ ৬৫ হাজার ৫৯৩ টাকার।

সরকার আমিন বলেন, এবার বই বিক্রি কম হয়েছে, প্রকাশও হয়েছে কম।ব্যাপারটি নিয়ে লেখক-প্রকাশকসহ সবারই চিন্তা করা উচিত। আমাদের বই বিমুখতার কারণ কী, তা নিয়েও ভাবা উচিত।

  • বইমেলা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।