খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। শনিবার (২১ ডিসেম্বর) দেশের গোয়েন্দা সূত্রে এ তথ্য জানানো হয়।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় স্থানীয় সময় সকাল আড়াইটার দিকে হামলা শুরু হয়। একটি চেকপোস্ট লক্ষ্য করে এ হামলা চালানো হয়। যার ফলে এ হতাহতের ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে দুই গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেন, ৩০ জনেরও বেশি সন্ত্রাসী সেনা পোস্টে হামলা চালায়। যা দুই ঘণ্টা ধরে চলে। সন্ত্রাসীরা চেকপয়েন্টে ওয়্যারলেস যোগাযোগের সরঞ্জাম, নথিপত্র এবং অন্যান্য জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা পিছু হটে।
এখন পর্যন্ত আগুনে পুড়ে যাওয়া ১২টি লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য আধাসামরিক বাহিনীর ফ্রন্টিয়ার কর্পস ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
আক্রমণের জবাবে, পাকিস্তানি সেনারা রকেট লঞ্চার এবং অন্যান্য সহজলভ্য অস্ত্র ব্যবহার করে একটি কার্যকর পাল্টা আক্রমণ শুরু করে।
পাকিস্তানি তালেবান হামলার দায় স্বীকার করেছে। এই হামলা সম্পর্কে তারা বলেন, ‘আমাদের সিনিয়র কমান্ডারদের শহীদ হওয়ার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।’