পাকিস্তান ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করল ফিফা

Featured Image
PC Timer Logo
Main Logo

ফিফার নিষেধাজ্ঞায় পড়ল পাকিস্তান ফুটবল

শঙ্কাটা জেগেছিল বেশ কয়েকদিন ধরেই। নির্বাচন নিয়ে জটিলতা ও ফিফার আদেশে গঠনতন্ত্রে পরিবর্তন না আনায় পাকিস্তান ফুটবল ফেডারেশনের ওপর যে নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে, ধারণা করা হচ্ছিল এমনটাই। শেষ পর্যন্ত হয়েছে সেটাই। গত ৮ বছরে তৃতীয়বারের মতো নিষিদ্ধ হলো পাকিস্তান ফুটবল ফেডারেশন।

পাকিস্তান ফুটবলের গঠনতন্ত্রে বেশ কিছু পরিবর্তন আনার সুপারিশ করেছি ফিফা। তবে ফিফার এই সুপারিশ প্রত্যাখ্যান করেছিল পাকিস্তান ফুটবল ফেডারেশন। একই সাথে সংস্থাটির আসন্ন নির্বাচন নিয়ে গড়িমসিও ভালো চোখে দেখেনি ফিফা।

গঠনতন্ত্রের পরিবর্তনের সুপারিশ প্রত্যাখ্যানের জবাবে অল্প কিছুদিনের মাঝেই ফিফার নিষেধাজ্ঞার খড়গ নেমে এল পাকিস্তান ফুটবল ফেডারেশনের ওপর। এক বার্তায় ফিফা জানিয়েছেন, সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে দেশটির ফুটবল ফেডারেশনকে, ‘গঠনতন্ত্রে পরিবর্তন না আনায় ও নির্বাচনে গড়িমসি করায় পাকিস্তান ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করা হয়েছে। ফেডারেশন যদি এই পরিবর্তনগুলো আনে, তাহলে সেটা তাদের জন্যই ভালো হবে।’

ফিফা আরও জানিয়েছে, তাদের সুপারিশ মেনে নিলে ও ১৫ ফেব্রুয়ারির মাঝে নির্বাচন করলে এই নিষেধাজ্ঞা তুলে নেবেন তারা। নিষেধাজ্ঞা চলাকালীন পাকিস্তানের কোন পর্যায়ের ফুটবল দল আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। ফিফা থেকে আসা অনুদানও সাময়িকভাবে বন্ধ থাকবে।

banglanewsbdhub/এফএম

নিষিদ্ধ
পাকিস্তান ফুটবল ফেডারেশন
ফিফা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।