পাকিস্তান যাওয়ার আগে কোচ সরোয়ার— আমরা সব ম্যাচ জিততে চাই

Featured Image
PC Timer Logo
Main Logo

বড় এক পরীক্ষার মুখে বসতে পাকিস্তানে রওনা দিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। চলতি বছরের শেষ ভাগে অনুষ্ঠিত হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। বিশ্বকাপ খেলতে হলে পেরুতে হবে বাছাইপর্ব। বাছাইপর্ব খেলতে পাকিস্তান রওনা দিল বাংলাদেশ।

বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপ খেলতে হলে কঠিন পথই পারি দিতে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে। কারণ বাছাইপর্ব খেলবে মোট ছয়টি দল, আর ছয় দলের মধ্যে বিশ্বকাপের টিকিট পাবে দুই দল। ছয় দলের মধ্যে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো শক্ত প্রতিপক্ষ আছে বলে লড়াইটা আরও কঠিন। তবে বাংলাদেশ নারী দলের কোচ সরোয়ার ইমরান অবশ্য দারুণ আত্মবিশ্বাসী। বলেছেন বাছাই পর্বের সব ম্যাচ জিততে চায় তার দল।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ নারী দল। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে কোচ সরোয়ার বলেছেন, ‘ওখানে আমাদের পাঁচটি ম্যাচ আছে। আমরা একটি একটি করে সব কটি জিততে চাই। দুটি শক্তিশালী দল আছে আমাদের সঙ্গে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। বাকিদেরও ছোট করে দেখতে চাই না। আমরা সবার সঙ্গে লড়াই করে একটির পর একটি ম্যাচ জিতে কোয়ালিফাই করতে চাই।’

বিশ্বকাপ বাছাই দিয়ে নারী দলের কোচ হিসেবে যাত্রা শুরু হচ্ছে সরোয়ারের। বাছাইপর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে পাকিস্তানের লাহোরে। পাকিস্তানের পিচ সাধারণত ব্যাটিং সহায়ক হয়। অর্থাৎ ম্যাচ জিততে হলে বড় রান করতেই হবে। বাংলাদেশ সেভাবেই প্রস্তুত বলেছেন সরোয়ার।

বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা এ ব্যাপারে ওয়াকিবহাল (ব্যাটিং সহায়ক পিচ)। আমরা সেভাবেই ক্যাম্পে স্পেসিফিক কাজগুলো করেছি, ব্যাটিং উইকেটে কীভাবে বোলিং-ব্যাটিং করতে হবে, স্ট্রাইক রেট কেমন হবে। সবকিছুই ওভাবে অনুশীলন করেছি।’

‘যদি ব্যাটিং উইকেট হয়, তাহলে ২৫০+ হবে। আমি আশা রাখি, ব্যাটসম্যানরা করতে সক্ষম হবে।’- যোগ করেছেন বাংলাদেশ কোচ।

বাছাই পর্বে বাংলাদেশের সঙ্গে খেলবে স্বাগতিক পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ৯ এপ্রিল শুরু হবে বাছাই পর্বের প্রথম ম্যাচ। ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৩ এপ্রিল আয়াল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবেন বাংলাদেশি মেয়েরা।

banglanewsbdhub/এসএইচএস

সরোয়ার ইমরান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।