
প্রতীকী ছবি
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় রাসেল মোল্লা (২৫) নামের এক পান চাষির গলায় ফাঁস লাগানো লাশ পাওয়া গেছে। বরজের ছাউনির বাঁশের সঙ্গে রশি দিয়ে ওই কৃষকের গলায় ফাঁস লাগানো ছিল। তবে তার পা দুটি মাটিতে ঠেকে ছিল।
শনিবার সকালে দুর্গাপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। এর আগে শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন রাসেল।
রাসেল উপজেলার শ্যামপুর গ্রামের নাছের মোল্লার ছেলে। রাসেলকে হত্যা করে ফাঁস দিয়ে লাশ রাখা হয়েছিল বলে দাবি স্বজনদের।
স্থানীয়রা জানান, নিজের জমিতে পানের চাষ করতেন রাসেল। তবে লাশ পাওয়া গেছে তার চাচা আব্বাস মোল্লার পান বরজে। আগের রাত থেকে নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা শনিবার সকাল থেকে তাকে খোঁজাখুঁজি করছিলেন। পরে বরজে তার লাশ পাওয়া যায়।
মৃতের চাচাতো ভাই রিপন মোল্লা বলেন, রাসেল ভালো ছেলে ছিল। গতকাল সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাকে রাতের কোনো এক সময় হত্যা করে লাশ পান বরজের সঙ্গে ঝুলিয়ে রাখেন।
স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, কারও সঙ্গে রাসেলের বিরোধ ছিল না। এলাকার সবাই তাকে ভালো হিসেবে জানেন।
দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনেই মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।