
প্রতীকী ছবি
পাবনার ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ব্যক্তিকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মঙ্গলগ্রাম বাজারে মাদরাসার সামনে এ ঘটনা হয়। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নাম আব্দুল মতিন (৪৬)। তিনি পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার শ্রীকোল বটতলা এলাকার আজিমুদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি চরমপন্থী গ্রুপ নকশালের নেতা ছিলেন বলে জানা গেছে।
ফরিদপুর থানার ওসি শাকিউল আজম বলেন, ‘দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চরমপন্থি নকশাল দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। তারই জেরে বৃহস্পতিবার বিকেলে আব্দুল মতিনকে মঙ্গলগ্রাম বাজারে মাদরাসার সামনে গুলি ও কুপিয়ে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন।’
ওসি আরও বলেন, ‘গুরুতর আহত অবস্থায় মতিনকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে মারা যান মতিন।’
আব্দুল মতিনকে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে বলে উল্লেখ করে ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা তাকে হত্যা করেছে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।