পারভেজ হত্যা মামলার আরও ২ আসামি গ্রেপ্তার – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন মেহেরাজ ইসলাম ও মাহাথির হাসান। মেহেরাজ হত্যা মামলার এজাহারভুক্ত এক নাম্বার ও মাহাথির তিন নাম্বার আসামি।

মেহেরাজ ইসলামকে গাইবান্ধা থেকে আজ গ্রেপ্তার করে র‌্যাব। তিনি গাজীপুরের কাপাশিয়া উপজেলার কাপাশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। আর মাহাথিরকে চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মেহেরাজকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে র‌্যাব সদর দপ্তর। আর মাহাথিরকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।

প্রসঙ্গত, গত শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনের দোকানে সিঙ্গারা খাচ্ছিলেন দুই তরুণী। তাদের একজন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পিয়াসের বান্ধবী। তখন পারভেজ সেখানে বন্ধুদের সঙ্গে কথা বলার সময় হাসছিলেন। তিনি কেন হাসলেন–এ নিয়ে প্রশ্ন তোলেন পিয়াসের বান্ধবী। এরপর পিয়াস, মেহেরাজ ও মাহাথিরের সঙ্গে পারভেজদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরবর্তী সময়ে দু’পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে একদল তরুণ ঘিরে ধরে। এ সময় তার বুকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর একটি মামলা দায়ের করেন। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতাসহ আটজনের নাম উল্লেখ ও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

  • আসামি
  • গ্রেপ্তার
  • পারভেজ হত্যা
  • মামলা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।