
সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি অযৌক্তিক বলে মনে করছে বিএনপি। বুধবার (২০ আগস্ট) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, এজন্য সংবিধান সংশোধন করতে হবে। অন্যদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, বিভিন্ন ইস্যু তুলে যারা নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে, তারা সফল হবে না।
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নয়াপল্টনে যৌথ সভা করে দলটি। পরে ব্রিফিংয়ে জানানো হয়, দেশজুড়ে ৭ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক ইস্যুতে বিএনপি সবসময় আলোচনায় বসতে প্রস্তুত। তিনি অভিযোগ করেন, পিআর পদ্ধতি অযৌক্তিক। এটা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
নজরুল ইসলাম খান বলেন, ‘জনগণের কাছে কেউই এই বিষয়টা পরিষ্কার করে নাই। অথচ জনগণের ওপরে আমরা চাপিয়ে দিতে চাচ্ছি, একটা নতুন পদ্ধতি। এ সম্পর্কে তাদের (জনগণ) কোনো ধারণা দেওয়া হচ্ছে না। এটাই হলো প্রশ্ন আমাদের কাছে। পিআরের পক্ষে বা বিপক্ষে বলার তো সময়ই আসে নাই এখনো। কারণ বিষয়টাতো আপনি পরিষ্কারই করছেন না যে আপনি কি ধরনের পদ্ধতি চান, যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
আর রুহুল কবির রিজভীর দাবি, ভোট নিয়ে যেকোনো ষড়যন্ত্র রুখতে প্রস্তুত জনগণ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘গণতন্ত্র এখনও পুনরুদ্ধার হয়নি। আমাদের সেই গণতন্ত্রকেপুনরুদ্ধারের জন্য আরও হয়ত বিপদসঙ্কুল পথ অতিক্রম করতে হবে। এ কারণেই আমাদের দলের সকল পর্যায়ের নেতা-কর্মী এবং জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত।’
দাবি আদায় না হলে নির্বাচন হবে না, কিছু দলের এমন মন্তব্যকে আমলে নিচ্ছেন না বিএনপি নেতারা।
গত ৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেওয়ার কথা জানান। এরপর নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। নির্বাচনের রোডম্যাপের খসড়াও চূড়ান্ত করে ফেলেছে ইসি।
বিএনপি নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে। আর জামায়াত বলছে, ফেব্রুয়ারিতে নির্বাচনে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোট না হলে তারা নির্বাচনে আসবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে।