স্পোর্টস ডেস্ক
৯ মে ২০২৫ ২০:৩৫
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের ঘটনায় পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে ভারত-পাকিস্তান। দুই প্রতিবেশি দেশের চলমান এই সংঘাতের প্রভাব পড়েছে খেলার মাঠেও। গতকাল রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সংলগ্ন স্থাপনায় পাকিস্তান সুপার লিগের ম্যাচের ঘণ্টা তিনেক আগে ভারতীয় ড্রোন বিধ্বস্ত হওয়াতে টুর্নামেন্টের বাকি ম্যাচ সরিয়ে নেয়া হয় আরব আমিরাতে।
গত রাতে ভারতে পাকিস্তানের হামলার জেরে আজ (শুক্রবার) এক সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও।
পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপার জানিয়েছে , আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করতে আরব আমিরাত বোর্ডকে প্রস্তাব দিয়েছিল বিসিসিআই। কিন্তু আমিরাত বোর্ড ভারতের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। কারণ পিসিবি আগে থেকেই পিএসএলের বাকি ম্যাচগুলো আয়োজনের কথা জানিয়ে রাখে আমিরাতের ক্রিকেট বোর্ডকে।
সেই প্রস্তাবে সাড়া দিয়ে আমিরাতও পিসিবিকে সবুজ সংকেত দেয়। পাকিস্তান আগে থেকেই আমিরাতের দুই ভেন্যু বুক করে রাখায় আইপিএলকে প্রত্যাখান করেছে তারা। তাই বিকল্প ভেন্যু হিসেবে আমিরাতকে আইপিএলের জন্য পায়নি ভারত।
গতকাল আইপিএলে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটাল ম্যাচের প্রথম ইনিংসের মাঝপথে হঠাত করেই বন্ধ হয়ে যায় মাঠের তিনটি ফ্লাডলাইট। নিরাপত্তা শংকায় এর মিনিট দশেক পরই পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ।
banglanewsbdhub/জেটি