পিএসএল জিতে কত টাকা পেলেন সাকিব-রিশাদরা?

Featured Image
PC Timer Logo
Main Logo

রোমাঞ্চকর এক ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে এবারের পিএসএলের শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। লাহোরের হয়ে শিরোপা ছুঁয়ে দেখার সুযোগ পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদি হাসান মিরাজ; শিরোপা জেতায় লাহোরের হয়ে বড় অংকের টাকা পাচ্ছেন তারাও।

গাদ্দাফি স্টেডিয়ামের ফাইনালে লাহোরের একাদশে ছিলেন শুধু রিশাদ। সাকিব-মিরাজকে তাই সাইডলাইনে বসেই ফাইনাল উপভোগ করতে হয়েছে। জমজমাট সেই ফাইনাল গিয়েছে শেষ ওভারে। সিকান্দার রাজার বীরত্বে ৬ উইকেটের জয় পেয়েছে লাহোর।

পিএসএলের চ্যাম্পিয়ন হয়ে প্রাইজমানি হিসেবে লাহোর পাচ্ছে ১৪ কোটি পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ কোটি ৫ লাখ টাকা। দলের সবার মধ্যে ভাগাভাগি হবে এই টাকা, থাকছে মালিকপক্ষের বিশেষ বোনাসের সম্ভাবনাও। সাকিব-রিশাদ-মিরাজরা তাই বড় অংকের পুরস্কারই পেতে যাচ্ছেন।

রানার্সআপ হওয়া কোয়েটা গ্লাডিয়েটর্স পাচ্ছে ৫ কোটি ৬০ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৪১ লাখ টাকা।

এবারের আসরের সেরা ক্রিকেটার হয়েছে হাসান নেওয়াজ। কোয়েটার এই ব্যাটার রান করেছেন ৩৯৯ রান। টুর্নামেন্ট সেরা হিসেবে পেয়েছেন ৩০ লাখ পাকিস্তানি রুপি। এছাড়াও বিদ্যুৎচালিত বিওয়াইডি সিল গাড়িও পেয়েছেন তিনি। টুর্নামেন্টের সেরা ব্যাটার হিসেবে ৩৫ লাখ রুপি পেয়েছেন নেওয়াজ।

সেরা বোলার হয়েছেন শাহিন আফ্রিদি, সেরা ফিল্ডারের খেতাব জিতেছেন আব্দুস সামাদ। সেরা অলরাউন্ডার হয়েছে সিকান্দার রাজা, সেরা উইকেটকিপার হয়েছেন মোহাম্মদ হারিস, সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন মোহাম্মদ নাঈম। তারা সবাই পাচ্ছেন ৩৫ লাখ রুপি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।