আগামী তিন বছরের জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সাধারণ পরিষদে চার সাংবাদিকসহ সাতজনকে নিয়োগ দিয়েছে সরকার।
নিয়োগপ্রাপ্ত চার সাংবাদিক হলেন, ‘দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’-এর সম্পাদক সামশুল হক জাহিদ, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি শাহনাজ সারমিন রিনভী, সাবেক ইআরএফ সভাপতি ও এশিয়াটিক ফোর্থ পিআরের টিম লিডার খাজা মঈনুদ্দিন এবং সাংবাদিক জিয়াউর রহমান।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ক্ষুদ্রঋণ-১ শাখার এক প্রজ্ঞাপনে চার সাংবাদিকসহ নতুন সাত জনকে সরকারি সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে আগামী তিন বছরের জন্য এ আদেশ কার্যকর হবে।
এ ছাড়া পিকেএসএফ বোর্ডে নিয়োগ পাওয়া বাকি তিন সদস্য হলেন- বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক ড. সাজ্জাদ জহির, অধ্যাপক শারমিনা সরকার (ফ্লোরা সরকার) ও দেওয়ান এএইচ আলমগীর।
পদাধিকারবলে চেয়ারম্যানের নেতৃত্বে 25 সদস্য নিয়ে PKSF-এর সাধারণ পরিষদ গঠিত হয়। এর মধ্যে সরকার সর্বোচ্চ ১৫ জনকে সরকারি সদস্য হিসেবে নিয়োগ দিতে পারে।
পিকেএসএফ-এর একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বর্তমানে ২৪ জন সদস্য নিয়ে সংগঠনটির সাধারণ পরিষদ চলছে। এর মধ্যে সরকারি সদস্য কোটায় ৭ জনের মেয়াদ শেষ হয়েছে। বাকি আটটি মেয়াদ শেষ হয়নি বা পুনরায় নিয়োগ চাইতে পারে।
তিনি বলেন, মেয়াদ উত্তীর্ণ সাতজনের স্থলাভিষিক্ত হবেন এই সাতজন নতুন মনোনীত ব্যক্তি।