পুত্রবধূকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ, অতঃপর… – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



খুলনায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আজিজুল শেখ (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন হাজী গ্রাম ৩নং ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানায়, গত বছরের ২ নভেম্বর হাজী গ্রামের বাসিন্দা আজিজুল শেখের ছেলে রাজীব শেখের ছেলের সাথে পার্শ্ববর্তী গ্রামের ঐ মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে পুত্রবধূর ওপর কুদৃষ্টি পড়ে আজিজুল শেখের। প্রায়ই ওই পুত্রবধূকে সে কুপ্রস্তাব দিতে থাকে। কিন্তু পুত্রবধূ তাতে সাড়া না দিলে তাকে ধর্ষণের পরিকল্পনা করতে থাকে।

এলাকাবাসী আরও জানায়, ছেলে রাজীব দিন মজুর। ছেলেকে প্রায়ই বাড়ি থেকে অনেক দূরে কাজে পাঠিয়ে দিত সে। গত তিনমাস আগে খাবারের সাথে পুত্রবধূকে ঘুমের ওষুধ সেবন করিয়ে প্রথমে ধর্ষণ করে। ঘটনাটি পরে পুত্রবধূ আচ করে সংসারের কারণে সে ঘটনাটি কাউকে জানায়নি। এরপর থেকে প্রায়ই ইচ্ছার বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণ করত আজিজুল শেখ। দিনের পর দিন ধর্ষণের শিকার হয়ে পুত্রবধু বাকরুদ্ধ হয়ে পড়ে। বিষয়টি স্বামীকে জানালেও সে কোন প্রতিকার পায়নি। এ ঘটনায় রাজীব তার বউকে তিরস্কার করতে থাকে।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজিজুল শেখের চারিত্রিক ত্রুটি রয়েছে। এর আগে এরকমের ঘটনা সে ঘটিয়েছে।

ধর্ষণের বিষয়ে তিনি বলেন, গত তিন মাস আগে আজিজুল শেখ খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে প্রথমে তাকে ধর্ষণ করে। এরপর থেকে তাকে বাড়িতে রেখে একাধিকবার ধর্ষণ করে। গত শুক্রবার দুপুরে রাজীব জুম্মার নামাজ পড়তে মসজিদে গেলে শশুর তাকে পুনরায় কুপ্রস্তাব দেয়। তাতে পুত্রবধু সাড়া না দিলে তাকে ব্যাপক মারধর করে আজিজুল শেখ। বাড়িতে ফিরে এলে ঘটনাটি স্বামীকে জানালেও সে বিশ্বাস করে না। বিষয়টি নানী এবং মামাকে জানালে পুত্রবধূকে বাড়ি নিয়ে যায় তারা। এ ঘটনায় দিঘলিয়া থানায় মামলা দায়ের করা হলে আজিজুল শেখকে বিকেলে হাজী গ্রাম ৩ নং ওয়ার্ড থেকে গ্রেপ্তার করা হয়।

  • খুলনা
  • ধর্ষণ
  • পুত্রবধূ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।