বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার সারোয়ার, পুলিশ বিভাগের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমানকে ডিএমপি যুগ্ম কমিশনার, রাজশাহী সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআই মোহাম্মদ এনামুল হককে ডিএমপি যুগ্ম কমিশনার এবং এসবির পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমানকে হবিগঞ্জের এসপি হিসেবে বদলি করা হয়েছে।