পুলিশের পরিচয়ে মহাসড়কে মাছ বহনকারী পিকআপ থামিয়ে চাঁদাবাজির দায়ে টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক জুয়েল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) স্বচ্ছসেবক দল কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা ও সদস্য সচিব ঢালী রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জুয়েল রানাকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার মধ্যরাতে কলাপাড়া আমতলী মহাসড়কের রাজপাড়ার বিষকানী নামক স্থানে জুয়েল রানার নেতৃত্বে একদল সন্ত্রাসী মাছ বোঝাই একটি পিকআপ থামিয়ে চালক ও লাইনম্যানকে মারধর করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।
পরে পুলিশ গিয়ে জুয়েলসহ নয়জনকে আটক করে কলাপাড়া থানায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বর্তমানে জুয়েলসহ আসামিরা কারাগারে রয়েছেন।