পাবনার সাঁথিয়ায় বাবু হোসেন (৩৮) নামে এক নছিমন চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার বারোয়ানী খালের পাশে পেঁয়াজ ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সাঁথিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত বাবু সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের দোহারজানি গ্রামের বাসিন্দা।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে কেউ একজন বাবুকে মোবাইল ফোনে ফোন করে। এরপর থেকে তিনি রাতে আর বাড়ি ফেরেননি। স্বজনদের অভিযোগ, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, কেন ও কীভাবে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।