পোষ্যকোটা বাতিলের দাবিতে রাবির প্রশাসনিক ভবনে তালা – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। পূর্বঘোষিত ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

এর আগে সকাল ৯টা ৫০ মিনিট থেকে সবাইকে ভবন ছাড়ার আহ্বান জানায় শিক্ষার্থী প্রশাসন। তবে প্রশাসন ভবনের শ্রমিকরা বের হননি। অনেকেই ভেতরে ঢুকতে পারেননি। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

বুধবার বিকেলে পোষ্য কোটা ৪ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাবির প্রশাসনিক ভবন অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করেন।

এর আগেও এক মাস ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।

  • দাবি
  • পোষা কোটা
  • বাতিল
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।