প্রতারণার মামলা: জামিন পেলেন মডেল মেঘনা

Featured Image
PC Timer Logo
Main Logo

মডেল মেঘনা আলম – (ফাইল ছবি: সংগৃহীত)

ঢাকা: প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় করা মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম।

সোমবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত এ আদেশ দেন। এদিন আসামির জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী মহসিন রেজা, আইনজীবী মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব।

শুনানিতে মেঘনার আইনজীবীরা বলেন, মেঘনার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। শুধু হেয়প্রতিপন্ন করতেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। নারী বিবেচনায় তিনি জামিন পেতে পারেন। যেকোনো শর্তে তার জামিন প্রার্থনা করছি।

গত ১৭ এপ্রিল ধানমন্ডি থানার এ মামলায় মেঘনাকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। পরে তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২২ এপ্রিল এ মামলায় আরও ৪ দিনের রিমান্ড দেওয়া হয়।

এর আগে, ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে মেঘনাকে কারাগারে পাঠান আদালত। এছাড়া গ্রেফতারের পর ১২ এপ্রিল ভাটারা থানার প্রতারণা মামলায় দেওয়ান সমিরের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

banglanewsbdhub/আরএম/আরএস

মডেল মেঘনা আলম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।