প্রতিদিনই নতুন রেকর্ড, বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘সাইয়ারা’

Featured Image
PC Timer Logo
Main Logo

বলিউডে মুক্তির পর থেকেই নজিরবিহীন সাড়া ফেলেছে মোহিত সুরি পরিচালিত নতুন সিনেমা ‘সাইয়ারা’। একের পর এক আয় রেকর্ড ভেঙে তৈরি করছে নতুন ইতিহাস। শুধু সিনেমাপ্রেমী দর্শক নয়, চলচ্চিত্র বিশ্লেষকরাও ছবিটির ব্যবসায়িক সাফল্যে অবাক।

মঙ্গলবার পর্যন্ত ‘সাইয়ারা’ ভারতে আয় করেছে ১৩২.২৫ কোটি রুপি—যেখানে সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল মাত্র ৬০ কোটি। সিনেমার পঞ্চম দিনে (মঙ্গলবার) ২৫ কোটি রুপি আয় করে ‘দঙ্গল’, ‘পাঠান’, ‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘কেজিএফ-২’-এর রেকর্ড পেছনে ফেলেছে। এমনকি সপ্তাহের মাঝের দিনে (মঙ্গলবার) আয়ের হার বেড়েছে ৪.১৭ শতাংশ, যা বলিউডে বিরল বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা।

দিনভিত্তিক আয়ের বিবরণ _

প্রথম দিন (শুক্রবার) – ২১.৫ কোটি
দ্বিতীয় দিন (শনিবার) – ২৬ কোটি
তৃতীয় দিন (রবিবার) – ৩৫.৭৫ কোটি
চতুর্থ দিন (সোমবার) – ২৪ কোটি
পঞ্চম দিন (মঙ্গলবার) – ২৫ কোটি
মোট আয় – ১৩২.২৫ কোটি রুপি

নতুন তারকাদের বাজিমাত

এই ছবির মধ্য দিয়েই বলিউডে অভিষেক ঘটেছে অভিনেতা আহান পান্ডে-এর, যিনি বলিউড তারকা চাঙ্কি পান্ডের ভাতিজা। প্রথম ছবিতেই গায়ক ও প্রেমিক চরিত্রে আহানের অভিনয় নজর কেড়েছে। পাশাপাশি অনিত পাড্ডা—যিনি কাজলের ‘সালাম ভেঙ্কি’তে অভিনয় করে আলোচিত হয়েছিলেন—তিনিও দর্শকদের মন জয় করেছেন।

যশরাজ ফিল্মসের ঘরানায় নতুন চমক

প্রযোজনায় রয়েছে বলিউডের বিখ্যাত ব্যানার যশরাজ ফিল্মস, আর পরিচালনায় রোমান্টিক-থ্রিলার ঘরানার জনপ্রিয় নির্মাতা মোহিত সুরি। ‘সাইয়ারা’ সেই চেনা মোহিত সুরি ধাঁচের ইমোশন, মিউজিক আর নাটকীয়তার এক আধুনিক রূপ।

দর্শক বলছে, ‘সাইয়ারা’ মানে নতুন যুগের শুরু

সমালোচকদের মতে, ‘সাইয়ারা’ শুধু ব্যবসায়িক সাফল্য নয়, বলিউডে নতুন যুগের সম্ভাবনাও দেখাচ্ছে। নতুন মুখ, টানটান গল্প, চমৎকার নির্মাণ ও সঙ্গীত—all in one package!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।