প্রতিপক্ষের কিলঘুষিতে প্রাণ গেল যুবকের – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



কেরানীগঞ্জের হাসনাবাদে প্রতিপক্ষের কিল ঘুষিতে শাহাদাত হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) রাত পৌনে সাতটার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহাদাত বগুড়ার শিবগঞ্জ থানার বুলো মিয়ার ছেলে। বর্তমানে কেরানীগঞ্জের হাসনাবাদে ভাড়া থাকতেন। পেশায় তিনি ইট বালু টানার মহেন্দ্র গাড়িরচালক ছিলেন।

নিহতের স্ত্রী আফসানা বেগম জানান, গত দুইদিন আগে স্থানীয় ভাঙারি ও বালু ব্যবসায়ী পঙ্কজের সঙ্গে বালু আনা নেওয়া নিয়ে ঝগড়াঝাঁটি হয়েছিল আমার স্বামীর। আজ বিকেল সাড়ে তিনটার দিকে আমার স্বামী বাসা থেকে বের হয়ে পঙ্কজের ভাঙারি দোকানের সামনে গেলে পঙ্কজ আমার স্বামীকে জেরা করে বলে গতকাল তুই দুই গাড়ি বালু ফেলেছিস। আমার স্বামী এর উত্তরে বলে না আমি তিন গাড়ি ফেলেছি, এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পঙ্কজ ও অজ্ঞাত আরও ২-৩ জন মিলে আমার স্বামীকে কিল ঘুসি মারে। এতে আমার স্বামী বুকে আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার স্বামী আর বেঁচে নাই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

  • কেরানীগঞ্জ
  • নিহত
  • যুবক
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।