প্রতিপক্ষ কোচের ঘাড় চেপে ধরায় মেসির জরিমানা

Featured Image
PC Timer Logo
Main Logo

জরিমানা গুনছেন মেসি

‘ভদ্র ছেলে’ হিসেবে বেশ নামডাক আছে তার। দীর্ঘ ক্যারিয়ারে শাস্তি পাওয়ার খুব বেশি রেকর্ড নেই লিওনেল মেসির। ‘বুড়ো’ বয়সে এসে এবার জরিমানা গুণতে হচ্ছে মেসিকে। মেজর সকার লিগে খেলতে নেমে প্রতিপক্ষের কোচের ঘাড় চেপে ধরায় জরিমানা করা হয়েছে মেসিকে।

গত ২২ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটির বিপক্ষে মাঠে নেমেছিল মেসির মায়ামি। নাটকীয় এক ম্যাচে ২-২ গোলেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। ম্যাচ শেষে রেফারি ও প্রতিপক্ষের কোচিং স্টাফের সঙ্গে বেশ কিছুক্ষণ তর্ক হয়েছে মায়ামি ফুটবলারদের। সেখানে যোগ দিয়েছেন মেসিও।

তর্কের মধ্যে দুইবার নিউইয়র্ক সিটির সহকারী কোচ মেহদি বেলুচির ঘাড় চেপে ধরেছিলেন মেসি। এই ঘটনা নজর এড়ায়নি রেফারির। আজ সেই ঘটনাকে কেন্দ্র করেই মেসিকে জরিমানা করেছে মেজর সকার লিগ কর্তৃপক্ষ। তবে ঠিক কত টাকা জরিমানা করা হয়েছে, সেটা খোলাসা করেননি তারা।

ওই ম্যাচের প্রথমার্ধে নিউইয়র্ক সিটি ডিফেন্ডার বিরক রিসার ঘাড় চেপে ধরেছিলেন মেসির সতীর্থ লুইস সুয়ারেজ। মেসির মতো তাকেও করা হয়েছে জরিমানা। এই জরিমানার অংকটাও জানায়নি মেজর সকার লিগ কর্তৃপক্ষ।

banglanewsbdhub/এফএম

ইন্টার মায়ামি
জরিমানা
লিওনেল মেসি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।