প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষকরা, নেই স্মারকলিপি গ্রহণের কর্মকর্তা – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছিলেন ১০ সদস্যের প্রতিনিধিদল। তবে সেখানে স্মারকলিপি গ্রহণের মতো কোনো কর্মকর্তাকে পাননি শিক্ষকরা। বিষয়টিকে ‘প্রতারণা’ বলে উল্লেখ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় শাহবাগ থানার একটি পুলিশ ভ্যানে তাদের সেখানে নিয়ে যাওয়া হয়।

১০ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুন নাহার লিপি।

পরে প্রাথমিক শিক্ষক আন্দোলনের সমন্বয়ক মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, তাদের সঙ্গে প্রতারণা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নিয়ে যাওয়ার কথা বলে নেয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। আর সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় স্মারকলিপি জমা দেয়া যায়নি। বিষয়টিকে ‘শুভঙ্করের ফাঁকি’ বলেও উল্লেখ করেন তিনি।

আন্দোলন বিষয়ে তিনি জানান, আপাতত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাকি সহকর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান শিক্ষক সমন্বয়ক মাহবুবুর রহমান।

বিকেল ৩টা ৪০মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন এসব শিক্ষকরা। পরে পদযাত্রাটি শাহবাগ থানার সামনে আসলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। বাঁধা পেয়ে শিক্ষকরা রাস্তার ওপরে বসে পড়েন।

পরে পুলিশ কর্মকর্তারা তাদের আলোচনার প্রস্তাব দেন। এসময় শিক্ষকরা এতে রাজি হয়ে ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের নাম প্রস্তাব করেন। পরে তাদের শাহবাগ থানার ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের যমুনায় নিয়ে যাওয়ার কথা ছিল। তবে পরে তাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে নেয়া হয়।

এরআগে, দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ সময় এক দফা এক দাবির সমবেত স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।

শিক্ষকরা জানান, ২০১২ সাল থেকে নানা দাবিতে মাঠে নামলেও পূরণ হয়নি কিছুই। শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হলেও গ্রেড বৈষম্য দূর করতে সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও জানান তারা। শিক্ষকদের এই দাবির সঙ্গে একাত্মতা জানায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের মতে শিক্ষকদের যৌক্তিক দাবি বিবেচনায় রেখে গ্রেড বৈষম্য দূর করা উচিত।

দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক শিক্ষক আন্দোলনের সমন্বয়ক মাহবুবুর রহমান।

  • কর্মকর্তা
  • কার্যালয়
  • প্রধান উপদেষ্টা
  • শিক্ষকরা
  • স্মারকলিপি
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।