প্রশংসা পত্রের জন্য আবেদন: সহজভাবে প্রথমে তারিখ লেখা, এরপর বরাবর প্রধান শিক্ষক, এর পরে বিদ্যালয় এর নাম, এরপরে থানা ও জেলা, এরপর বিষয় লিখুন, এরপর জনাব, এরপর সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের একজন আদর্শবান ছাত্র, এরপর কারণ উল্লেখ করুন তারিখ, এরপর অতএব লিখুন, এরপরে বিনীত নিবেদন এরপর আপনার নাম দিন।
প্রশংসা পত্রের জন্য আবেদন
তারিখ
বরাবর,
প্রধান শিক্ষক
নরারুন উচ্চ বিদ্যালয়
মিতরা,মানিংকগঞ্জ
বিষয়: এসএসসি/ জেএসসি সার্টিফিকেট এর জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আপনার বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র / ছাত্রী । আমি বিগত ৫ বছর ধরে আপনার বিদ্যালয়ে অধ্যয়ন করে এসছি। আমি ২০২২ সালে আপনার বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষা দিয়ে উত্ত্বীর্ন হয়েছি। বতৃমানে আমি ঢাকার একটি কলেজে ভর্তি হয়েছি। কঝেজের দরকারে আমার এস এস সি সার্টিফিকেট প্রয়োজন।
অতএব, আপনার নিকট আমার আকুল আবেদন যে, উক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে সার্টিফিকেট প্রদান করে কৃতঙ্গতা প্রকাশে বধিত করবেন।
বিনীত নিবেদিকা
রহিম
প্রসংসা পত্রের জন্য আবেদন
তারিখ
বরাবর
প্রধান শিক্ষক
চট্টগ্রাম উচ্চ বিদ্যালয়
মিতরা,মানিকগঞ্জ
বিষয়: প্রসংসাপত্র চেয়ে আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই , আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। কয়েকদিন এগে ২০২২ সালের এস,এস,সি পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আপনারদের দোয়ায় আমি জিপিয়ে ‘৫‘ পেয়ে উর্ত্তীন হয়েছি। আমি ঢাকার একটি ভালো কলেজে ভর্তি হব।তাই কলেজে ভর্তির জন্য একটা প্রশংসাপত্র প্রয়োজন।
অতএব, বিনীত প্রার্থনা, আমাকে একটি প্রশংসাপত্র প্রদান করে কৃতঙ্গতা প্রকাশে বাধিত করবেন।
নিবেদক
আপনার একান্ত অনুগত
হৃদয়।