স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৭ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:২৩
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ১৩ ফেব্রুয়ারি রাতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ২০ তারিখে ভারতের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ। তার আগে সপ্তাহখানেক অনুশীলনের সুযোগ পাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। এই সময়ের মধ্যে প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। তরুণ পেসার তানজিম হাসান সাকিব বললেন, প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
অনেকদিন দিন ধরে ওয়ানডে ক্রিকেট খেলছে না বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওয়ানডে ফরম্যাটে। টুর্নামেন্টের আগে বাংলাদেশ ও আফগানিস্তান বাদে বাকি সবকটি দলই ওয়ানডে খেলে প্রস্তুতি সাড়ছে। সে হিসেবে বাংলাদেশের প্রস্তুতি ঘাটতি থেকেই যাচ্ছে। ফলে প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের জন্য স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে পিচ সম্পর্কে ভালো ধারনা নেওয়ার সুযোগও বটে। তানজিম সাকিব সেটাই বুঝাতে চাইলেন।
১৩ ফেব্রুয়ারি রাতে দুবাই পৌাঁনোর পর পরের দিন বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। আজ অনুশীলনে নেমেছিলেন ক্রিকেটাররা। অনুশীলনের ফাঁকে তানজিম হাসান সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিওতে বলেছেন, ‘আমরা রাতের ফ্লাইটে দুবাই এসেছি। পরের দিন বিশ্রাম নিয়েছি। তাই আমাদের রিকভারি খুব ভালো হয়েছে। আর এসে অনুশীলন করার পর শরীর আরও ভালো লাগছে।’
প্রস্তুতি ম্যাচের লক্ষ্য নিয়ে সাকিব বলেন, ‘প্রস্তুতি ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেবো। উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেওয়া যায়। কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেন্থে করলে ব্যাটারদের কষ্ট হয় সেটা বোঝার চেষ্টা করব।’
‘আমাদের প্রথম অনুশীলন সেশন খুব ভালো গিয়েছে। প্রথমে জিম করলাম। পরে নেট সেশন ভালো কেটেছে। ব্যাটিং,বোলিং ও ফিল্ডিং – সব বিভাগই আমরা করেছি। খুব ভালো অনুভূত হচ্ছে। এটাই গুরুত্বপূর্ণ যে কেমন লাগছে। সব মিলিয়ে আজকের অনুশীলনের পর খুব ভালো অনুভূতি।’- যোগ করেছেন বাংলাদেশি পেসার।
২০ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচের পর ২৪ তারিখে গ্রুপ পর্বের অপর ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ তারিখ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবেন নাজমুল হোসেন শান্তরা।
banglanewsbdhub/এসএইচএস