প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ চান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা

Featured Image
PC Timer Logo
Main Logo

বিধান রঞ্জন রায় পোদ্দার। ফাইল ছবি।

ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের এক বক্তব্যে ফুঁসে উঠেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। শিক্ষকরা তার পদত্যাগের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে সারা দেশের উপজেলা পর্যায়ে এ মানববন্ধন করবেন শিক্ষকরা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন এ ঘোষণা দিয়েছেন।

তারা বলেন, ‘উপদেষ্টার বক্তব্যে প্রাথমিকের শিক্ষক সমাজ হতাশ। আমরা তার পদত্যাগের দাবিতে বুধবার মানববন্ধন করব। বিকেল ৪টায় সারা দেশের সব উপজেলায় একযোগে এ কর্মসূচি পালন করা হবে।’

উল্লেখ্য, গত রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজের সভাকক্ষে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের ‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেই সভায় শিক্ষকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘অবশ্যই আপনাদের (শিক্ষক) আর্থিক উন্নয়নের জন্য সরকারের উদ্যোগ আছে। কিন্তু যারা মনে করবেন যে, না আমার তো পোষাচ্ছে না, খুব ভালো, তাহলে আপনি প্রাথমিকে থাকবেন না, অন্য পেশায় চলে যান। আপনি একটা বিষয় ভেবে দেখেন, ভালো ভালো স্কুলে ভর্তির জন্য প্রতিযোগিতা হয়। তাহলে সরকারি প্রাইমারি স্কুলে হয় না কেন? মানুষ ভাবে, সরকারি প্রাইমারি স্কুল- এখানে তো পড়ালেখা হয় না। সুতরাং নিজেদের সম্পর্কে মানুষের এ নেতিবাচক ভাবনাটা পালটানোর জন্য হলেও কাজ করা দরকার।’

উপদেষ্টার এ বক্তব্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলে তার ব্যাখ্যা দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। একই সঙ্গে প্রকাশিত খবরের প্রতিবাদও জানানো হয়েছে।

বাংলানিউজবিডিহাব/জেআর/এমপি

প্রাথমিক ও গণশিক্ষা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।