ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিলেন তারা। দুর্দান্ত সময় পার করা বাংলাদেশ নারী ফুটবল দল পেল আরেকটি সাফল্য। সদ্য প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন ঋতুপর্ণা-সাবিনারা। এক লাফেই ২৪ ধাপ এগিয়ে এসেছেন তারা।
মিয়ানমারে এশিয়ান কাপের বাছাইপর্বে গ্রুপ পর্বে অপরাজিত থেকেই মূল পর্বে পৌঁছে গেছে বাংলাদেশ। সেখানে দুর্দান্ত পারফর্ম করে র্যাংকিংয়ে উন্নতি করেছে বাংলাদেশের মেয়েরা।
আজ প্রকাশিত হওয়া র্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে বাংলাদেশ অবস্থান করছে ১০৪ তম স্থানে। বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ১১৭৯.৮৭। তাদের রেটিং পয়েন্ট বেড়েছে ৮০.৫১। ফিফা বলছে, এবারের র্যাংকিংয়ে সবচেয়ে বেশি এগিয়ে যাওয়া দল বাংলাদেশ।
দেশের নারী ফুটবলের ইতিহাসে সেরা ফিফা র্যাংকিংয়ে এর আগে ১০০তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ। ২০১৩ ও ২০১৭ সালের ডিসেম্বরে এই অবস্থানে উঠে এসেছিল বাংলাদেশের মেয়েরা।
প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে শীর্ষে আছে স্পেন। দ্বিতীয় স্থানে নেমে গেছে যুক্তরাষ্ট্র, তৃতীয় স্থানে আছে সুইডেন।