আন্তর্জাতিক ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৫ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৯
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৌদি আরবের পর্যাপ্ত জায়গা আছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) চ্যানেল ১৪ কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্বশর্ত হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা জানিয়েছে সৌদি আরব। এই শর্ত নিয়ে কোনো দরকষাকষি সম্ভব নয়, বলেও সাফ জানিয়ে দিয়েছে রিয়াদ। তবে নেতানিয়াহু বলেন, এমন কোনো চুক্তি করবেন না যা ইসরায়েল রাষ্ট্রের জন্য বিপদজনক হবে।’
তিনি বলেন, ‘আপনারা কি জানেন, সেটা কি? একটা ফিলিস্তিনি রাষ্ট্র ছিল। সেটার নাম গাজা। গাজার নেতৃত্বে ছিল হামাস, তারাই এই ফিলিস্তিনি রাষ্ট্র পরিচালনা করতো। আর দেখুন আমরা সেখান থেকে কি পেয়েছি—হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা। ’
এর আগে গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে এ নিয়ে একাধিক মন্তব্য করেছেন। গাজার প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘আমরা এর মালিকানা চাই। প্রথমে ভেঙে পড়া সব বাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে দেব। জমি সমান করব। ওখানে যে বোমা ও অস্ত্র আছে সেটাও সরিয়ে দেব।’
ট্রাম্প জানিয়েছেন, তার পরিকল্পনা হলো আর্থিক উন্নয়ন করা এবং স্থানীয় মানুষ যাতে কর্মসংস্থানের সুযোগ পান সেটা নিশ্চিত করা। বিশ্বের মানুষ সেখানে থাকবে। মানুষ শান্তিতে থাকবে। গাজার অবিশ্বাস্য সম্ভাবনা আছে। কিছু বড় কাজ সেখানে করতে হবে।
সংবাদ সম্মেলনের অল্প সময় পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আগে ইসরাইলের সঙ্গে কোনও আলোচনায় বসতে আগ্রহী নয়।
বাংলানিউজবিডিহাব/এইচআই
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু
ফিলিস্তিন
সৌদি আরব