ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

গাইবান্ধার ফুলছড়িতে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রুহুল আমিন (৪২) নামের একজন নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া নয়াপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ওই গ্রামের মৃত. আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় লোকজন জানায়, রুহুল আমিনের পরিবারের সঙ্গে প্রতিবেশী আনিসুর রহমানের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। আজ বিকেলে বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এতে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে রুহুল আমিন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা রুহুল আমিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. হাফিজুর রহমান বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • নিহত
  • ফুলছড়ি
  • সংঘংর্ষ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।