
ফেনীর দাগনভূঞা উপজেলার আশ্রাফুল হাসান জাবেদ নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার বিকালে গ্রেপ্তারের আগে তার বাড়ি থেকে যৌথ বাহিনী অস্ত্র, বুলেট ও ককটেল তৈরির সরঞ্জামও উদ্ধার করে বলে সেনাবাহিনীর দাগনভূঞা অস্থায়ী ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার রহমান জানান।
গ্রেপ্তার আশ্রাফুল হাসান জাবেদ দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি দাগনভূঞা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রেজাউল হকের ছেলে।
দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান বলেন, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-বুলেট উদ্ধারের ঘণ্টা দুই পর জাবেদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা দায়ের করা হবে।
অভিযানে সেনাবাহিনীর সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও ছিলেন।
এর আগে দাগনভূঞায় মাতুভূঞা ইউনিয়নে নুরুজ্জামান (৪৫) নামে একজনকে ইয়াবাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নুরুজ্জামানকে দুই মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সদর উপজেলার শর্শদি ইউনিয়নে অভিযানে আবুল খায়ের (৫৫) নামে আরেকজনকে ইয়াবাসহ আটক করা হয়। তার মাদক আইনে মামলা হয়েছে।